গেইল-ওয়ার্নারদের টপকে গেলেন সাব্বির


ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ের তালিকা প্রকাশ করেছে। আর এই তালিকায় ১২তম অবস্থানে উঠে এসেছেন বাংলাদেশের হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান। সাব্বিরের রেটিং পয়েন্ট বর্তমানে ৬৪৩। অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার রয়েছেন ১৩তম স্থানে। এরপর ১৪ নম্বরে রয়েছেন ক্যারিবিয়ান ব্যাটিং ঝড় ক্রিস গেইল এবং ১৫তে ভারতের উঠতি তারকা লোকেশ রাহুল। এছাড়াও বাংলাদেশী ব্যাটসম্যানদের মধ্যে ২৭ নম্বরে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টাইগার ওপেনার তামিম ইকবালের অবস্থান ৩৬ নম্বরে। ফিনিশার খ্যাত মাহমুদউল্লাহ রিয়াদ আছেন ৫২ নম্বরে। এদিকে দুর্দান্ত ফর্মে থাকা ভারতের রান মেশিন খ্যাত ব্যাটসম্যান বিরাট কোহলি রয়েছেন এই তালিকার শীর্ষে। বর্তমানে ভারতের অধিনায়কের রেটিং পয়েন্ট ৭৯৯। কোহলির পর দ্বিতীয়তে ৭৭১ পয়েন্ট নিয়ে অবস্থান করছেন অজি তারকা ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ। তিন নম্বরে থাকা আরেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েলের সংগ্রহ ৭৬৩। কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের অবস্থান চতুর্থতে, যেখানে তার সংগ্রহ ৭৫৮ রেটিং পয়েন্ট। অন্যদিকে ইংলিশ ব্যাটসম্যান জো রুট রয়েছেন পঞ্চমে। ৭৪৩ রেটিং পয়েন্ট অর্জন করেছেন তিনি। এছাড়া, ছয় থেকে দশে যথাক্রমে অবস্থান করছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ, দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিস, ইংল্যান্ডের অ্যালেক্স হেলস আর জিম্বাবুয়ের হ্যামিলটন মাসাকাদজা। বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটে ১২৯ রেটিং পয়েন্ট নিয়ে দলীয় র‍্যাংকিংয়ের শীর্ষে আছে নিউজিল্যান্ড। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের রেটিং পয়েন্ট ১২৪। তিনে ১১৬ পয়েন্ট নিয়ে অবস্থান বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের। পাঁচে থাকা দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১১৫ পয়েন্ট। এরপর যথাক্রমে অবস্থান অস্ট্রেলিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশের।
Share on Google Plus

About bdbarta24

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment